আগামী বছরেই আসছে রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক
বর্তমানে ইলেকট্রিক টু-হুইলারের রমরমা বাজারে প্রায় সকল কোম্পানিই বৈদ্যুতিক ভার্সনে বাইক ও স্কুটার বাজারে আনছে। যারা এখনও পর্যন্ত সেটি পারেনি, সেই সকল কোম্পানিগুলোও এই জাতীয় মডেল উন্মোচনের ইচ্ছা প্রকাশ করছে। এবার ধারাবাহিকতায় বিখ্যাত রেট্রো বাইক নির্মাতা রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইকের খবর সামনে এলো।
আগামী বছর রয়েল এনফিল্ড বৈদ্যুতিক মোটরসাইকেল উন্মোচন করতে পারে। সূত্রের খবর, নতুন কারখানা গড়ে তোলার লক্ষ্যে ভারতের চেন্নাই উপকন্ঠে ৬০ একর জমি অধিগ্রহণ করেছে তারা। আগামী কয়েক বছরের মধ্যেই ১,০০০-১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে। চূড়ান্ত উৎপাদনের সক্ষমতার উপর নির্ভর করে বিনিয়োগ করা হবে।
মোটরসাইকেলটির প্রোটোটাইপ ভার্সন চলতি অর্থবর্ষেই উন্মোচিত হবে যেখানে এর চূড়ান্ত মডেলটি ২০২৪-এ উন্মোচিত হবে বলে জানা গেছে। তামিলনাড়ুর নতুন কারখানাটি রয়েল এনফিল্ডের পেট্রল মডেলের উৎপাদন কারখানা হিসেবে ব্যবহৃত হবে।
এখনো পর্যন্ত যদিও রয়েল এনফিল্ড ইলেকট্রিক বাইকের সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। এটি একটি ৯৬ ভোল্ট উচ্চ পারফরম্যান্স প্রদানকারী সিস্টেমসহ আসবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি







